Thursday, December 18, 2014

ডিসেম্বর কে

প্রিয় ডিসেম্বর,
একটা সময় ছিল, যখন তোমার নাম শুনলেই কড়াইশুঁটির কচুরি, ফুলকপির সিঙ্গাড়া, গাজরের হালুয়া আর খেজুর গুড়ের কথা মনে হত। চিড়িয়াখানার সবুজ ঘাসে শতরঞ্চি বিছিয়ে দল বেঁধে লুচি আর নতুন আলুর দম খাবার ইচ্ছেটা মাথা চাড়া দিয়ে উঠত। কিন্তু আজকাল কি হয়েছে কে জানে, তোমার নাম শুনলে কেবলই রক্তের কথা মনে হয়। আগুনের কথা, বুলেটের কথা, হাহাকারের কথা মনে হয়। তুমি কবে থেকে এমন রক্তপিপাসু হয়ে উঠলে বলতে পার? নির্ভয়ার জন্য, পেশোয়ারের ফুলের মত শিশুদের জন্য কি তোমার কাছ থেকে একরত্তি সহানুভূতিও আমরা আশা করতে পারি না? তুমি তো চন্দ্রমল্লিকার মাস! এত উদাসীনতা কি তোমাকে মানায়?

No comments:

Post a Comment