Sunday, February 15, 2015

বসন্তের বর্ণমালা

তাহলে মিত্রোঁ বসন্ত সেই এসেই গেল। কিচ্ছু করার নেই!

অ - অভিমান
আ -  আস্কারা
ই - ইশশ!
ঈ - ঈর্ষা
উ - উচাটন
ঊ - ঊষ্মা
ঋ - ঋণশোধ
এ - একলা
ঐ - ঐসব
ও - ওলটপালট
ঔ - ঔষধহীন

ক - কোকিল
খ - খুনসুটি
গ - গ্যাদগ্যাদে
ঘ - ঘাইহরিণী
ঙ - কাঙাল
চ - চিমটি
ছ - ছুপা রুস্তম
জ - জবরদস্তি
ঝ - ঝকমারি
ঞ - জয় গোঁসাঞ
ত - তুলকালাম
থ - থামতে নেই
দ - দেখা হোক
ধ - ধ্যাৎ
ন - ন্যাকা!
ট - টেনশন
ঠ - ঠেকে শিখি না
ণ - মরণ
প - পারি না!
ফ - ফালতু লোক
ব - বয়ে গেছে
ভ - ভাগ্যিস
ম - মনকেমন
য - যাচ্ছেতাই
র - রয়েসয়ে
ল - লজ্জা পাস
ব - বলতে নেই
শ - শিকার
ষ - ষোড়শী
স - সহে না যাতনা
হ - হাত ধরাধরি
ড় - এক চড় দেব (বাজে কথা বললে)
ঢ় - মূঢ়
ং - ধ্বংসাত্মক
ঃ - যাঃ
ঁ - চাঁদ

Wednesday, February 4, 2015

মহিলাদের জন্য বইমেলা ভ্রমণের কিছু সহজ tips

১. পোষাক এবং জুতো যাই পরুন, মোজা পরতে ভুলবেন না নইলে পেডিকিয়োরের মামাসিমানুষ হয়ে যাবে
২. চুল্লুর পাউচ ছিঁড়ে খাওয়ার পূর্ব অভিজ্ঞতা না থাকলে একটা জলের বোতল ব্যাগে রাখুন
৩. লাইন দেওয়া প্র‍্যাকটিস করুন - টয়লেট, আনন্দ পাবলিশার্স, খাবারের দোকানের সামনে দাঁড়াতে হলে এই বিদ্যা জানা জরুরি
৪. আপনার আলমারিতে জমতে থাকা অজস্র চট/কাপড়ের বিগশপারগুলোর মধ্যে যেকোনো একটা ভাঁজ করে ব্যাগে রেখে দিন। কাজে লাগতে পারে
৫. আপনার পরিচিত সমস্ত লেখক (লেখিকা নয়) এর প্রকাশকের স্টলের সামনে গিয়ে হাজির হোন এবং মিষ্টি হেসে লেখকের সই করা এক কপি কম্পলিমেন্টারি বই ব্যাগগত করুন। খেয়াল রাখবেন, এই কাজ করার সময় যেন আপনার সঙ্গে কোনো সখা না থাকে।  
৬. যদি অনেক বই কেনার প্ল্যান থাকে, সঙ্গে রাখুন একজন বিশ্বস্ত মালবাহী ভেড়া ;)

বইমেলা ঘুরুন ও ঘোরান।