Wednesday, July 15, 2015

বাহুবলে বাজিমাত

বাহুবলির টিকিট মূল্য হিসেবে আইনক্স ২৯০/- টাকা লুটে নিল। পুঁজিবাদকে গালমন্দ করতে করতে হলে ঢুকলাম এবং ঢুকেই বুঝলাম, আসলে আইনক্সের  বদলে সি এস লিউইস-এর নারনিয়ার সেই আলমারিতে ঢুকে পড়েছি যার ওপারের পৃথিবীতে গাছ-পাথর-জন্তু-অর্ধমানব-সিংহ কথা বলে, যুদ্ধ করে, রাজ্যশাসন করে।  প্রায় তিনঘন্টার  লম্বা সিনেমায়  বিভিন্ন সময়ে নিজের হাতে  চিমটি কেটে ঘটনার সত্যতা যাচাই করে, মাছি ঢুকে যাবার মতো বড় হাঁ করে বসে থেকে  জানতে পারলাম গল্প শেষ হইয়াও শেষ হইল না। কারণ বাকিটা ব্রেক কে বাদ - ২০১৬ এ রিলিজ। অগত্যা হিসেব কষতে বসলুম।


  • ভায়াগ্রা জলপ্রপাত (নায়াগ্রার বাবা) - ১০০/- টাকা 
  • নায়কের প্রপাতারোহণ পতন ও পুনরায় আরোহণ- ৪০/- টাকা
  • ফর্সা টুকটুকে পেলব কাঁচুলি পরিহিতা নায়িকা - ৩০/- টাকা
  • ঝরনার আনাচেকানাচে উড়ন্ত প্রেমগান - ১৫/- টাকা
  • ট্রপিক্যাল জঙ্গল - ৭.৫০/- টাকা
  • গ্লেসিয়ার - ৭.৫০/- টাকা
  • বরফ ধস - ১০/- টাকা 
  • টোবোগ্যাগিং করে বরফ ধস কাটানো - ৫/- টাকা 
  • সি জি আই শহর - ২৫/- টাকা 
  • যুদ্ধ - ৩৫/- টাকা 
  • কাগজের তৈরি নকল হাত - ৫/- টাকা 
  • মানুষ বনাম সি জি আই ষাঁড়ের চোখধাঁধানো লড়াই - ১০/- টাকা 


willing suspension of disbelief - PRICELESS